বিষাক্ত সাপের আতঙ্কে কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদী পাড়ের মানুষ

- আপডেট সময় : ০৩:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ১৮৮৪ বার পড়া হয়েছে
বর্ষায় ভারতের উজান থেকে প্রবল পানি প্রবাহের পর এবার বিষাক্ত সাপ রাসেল ভাইপার আতঙ্কে কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদী পাড়ের মানুষ। জেলেদের জাল এবং মাঝে মধ্যেই লোকালয়ে অস্তিত্ব মিলছে এই সাপের। এতে নির্ঘুম রাত কাটছে নদীপাড়ের মানুষের। চিকিৎসকরা বলছেন, বিষধর এই সাপের কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জেলে শওকত আলীর জালে ধরা পড়ে বিষাক্ত রাসেল ভাইপার এ নিয়ে সদর উপজেলার হরিপুর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পদ্মা ও গড়াইপাড়ে এখনও মাঝে মধ্যেই মিলছে রাসেল ভাইপার নামে বিষাক্ত এই সাপের অস্তিত্ব।
বিরল প্রজাতির এই সাপ বর্ষা মৌসুমে পানির তোড়ে ভারত থেকে ভেসে বাংলাদেশে আসছে। যা ছড়িয়ে পড়ছে পদ্মাসহ বিভিন্ন শাখা নদীতে। পরিবেশবিদদরা জানিয়েছেন, রাসেল ভাইপার একবারে ২০ থেকে ৪০ টির অধিক বাচ্চার জন্ম দেয়। এজন্য এই সাপের অতিদ্রুত বংশ বিস্তার হচ্ছে।
চিকিৎসকদের ভাষ্যঅনুযায়ী এই সাপ অত্যন্ত বিষধর। এর কামড়ে মানুষের মৃত্যু ঠেকাতে সময়মত চিকিৎসা নেয়ার পরামর্শ চিকিৎসকদের।
পদ্মা ও গড়াই পাড়ের নতুন আতঙ্ক রাসেল ভাইপারের বিষয়ে বন ও প্রাণী বিভাগের জরুরি পদক্ষেপের প্রত্যাশায় সবাই।