বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায়, গণস্বাস্থ্যের টেস্ট কীট নেয়া হয়নি
- আপডেট সময় : ০৬:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন অনুমোদন না থাকায়, গণস্বাস্থ্যের উদ্ভাবিত রেপিড টেস্ট কীট নেয়া হয়নি বলে জানালেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। ঘুষের বিষয়ে ডা: জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন তিনি। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের জরুরী সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা জানান তিনি। এসময় মিডিয়া সেলের আহ্বায়ক ড. হাবিবুর রহমান খান জানান, দেশে করোনা কীটের কোন সংকট নেই।
কয়েক দিন ধরে গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানী ড. বিজন কুমার শীল উদ্ভাবিত করোনা শনাক্ত কিট নিয়ে প্রতিষ্ঠানটি ও সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে বিতর্ক চলছে । সবশেষ গণস্বাস্থ্যের ওই কিট গ্রহণ করেনি সরকার । এ কারনে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের দায়ী করে নানা বক্তব্যও দেন।
দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। জানান, ডাব্লিউএইচও বিশ্বের কোনো দেশেই রেপিড কিট অনুমোদন দেয়নি।
ডা: জাফরুল্লাহ চৌধুরীর ঘুষের অভিযোগ নিয়েও কথা বলেন মেজর জেনারেল মাহবুবুর রহমান।
মিডিয়া সেলের আহ্বায়ক বলেন, রেপিড কিটে নয়- পিসিআর পদ্ধতিতেই দেশে করোনা শনাক্তের কাজ হচ্ছে এবং হবে।
করোনা মোকাবিলায় দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলেও জানান ড.হাবিবুর রহমান।