বিশ্ব বাঘ দিবস আজ

- আপডেট সময় : ০১:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বিশ্ব বাঘ দিবস আজ। গণনা প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে আটকে থাকায় বাঘের সঠিক হিসেব নেই বলে জানান, বন উপমন্ত্রী। তবে, সুন্দরবনে বাঘ বেড়েছে বলে ধারণা করছে বন বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে বাঘের প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষা ও অবৈধ শিকার বন্ধে যথাযথ ব্যবস্থা নেয়ায় সংখ্যা বেড়েছে।
২০১৮ সালের সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪। করোনাকালে পর্যটক প্রবেশ নিষিদ্ধ থাকায় সুন্দরবনের দূষণ অনেক কমেছে। বাঘের প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষা, অবৈধ শিকার ও হত্যা বন্ধ এবং সংরক্ষনে বেশকিছু কাযর্ক্রম গ্রহন করা হয়েছে। বিভিন্ন স্পটে বাচ্চার আনাগোনা ও চলাচল পর্যবেক্ষনের মাধ্যমে বাঘ বেড়েছে বলে ধারনা করছে বন বিভাগ।
বিশেষজ্ঞরা বলছেন, আবাসস্থল ও প্রজনন পরিবেশের উন্নয়ন এবং চোরাশিকার বন্ধ করা গেলে বাঘের সংখ্যা বাড়বে।
বাঘ গণনা প্রকল্প দীর্ঘদিন ধরে পরিকল্পনা মন্ত্রণালয়ে আটকে রয়েছে বলে জানান, বন উপমন্ত্রী। ছ’হাজার বর্গ কিলোমিটার সুন্দরবনের মধ্যে চার হাজার ৮৩২ বর্গ কিলোমিটার এলাকায় বাঘ বিচরণ করে। ২০০১ থেকে ২০২০ সালের ১০ জুলাই পর্যন্ত সুন্দরবন পূর্ব বিভাগে ২২টি এবং পশ্চিম বিভাগে ১৬টি বাঘ মারা গেছে।