বিশ্ব পর্যটন দিবস উদযাপনে কক্সবাজারে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল
- আপডেট সময় : ০২:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৫০ বার পড়া হয়েছে
বিশ্ব পর্যটন দিবস আজ। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এবারের প্রতিপাদ্য ‘পর্যটনে নতুন ভাবনা’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর পালন করা হয় দিবসটি। জানা গেছে সুপরিকল্পিত পর্যটন বিকাশে এ খাতের উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। ১৮ মাসে এ পরিকল্পনার কাজ শেষ করার কথা থাকলেও সেটি করোনার কারণে পেছানো হয়। ডিসেম্বরের মধ্যে এ পরিকল্পনার কাজ শেষ হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসএটিভির সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এদিকে, বিশ্ব পর্যটন দিবস উদযাপনে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে রয়েছে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল।
প্রকৃতি তার সব সৌন্দর্য্য দিয়ে সাজিয়েছে পৃথিবীর দীর্ঘতম এই সৈকতকে। সবুজ পাহাড় আর উত্তাল সমুদ্রের সাথে মিতালি করে বয়ে গেছে দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ। এখানেই তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় রানওয়ের আন্তর্জাতিক বিমানবন্দর। যেখানে সমুদ্র ছুঁয়ে নামবে দেশি-বিদেশি বিমান।
মৌসুমের বাইরেও বছরজুড়ে লাখো পর্যটকে ভরপুর থাকে দেশের প্রধান পর্যটন কেন্দ্রটি। সে জন্য অগ্রাধিকার ভিত্তিতে কক্সবাজারেই সবচেয়ে বেশী গুরুত্ব পায় বিশ্ব পর্যটন দিবস। সপ্তাহব্যাপী বিচ কার্নিভালে সৈকতের লাবণী পয়েন্টে তৈরী হয়েছে নৌকার আদলে বিশাল মঞ্চ। যেখানে রয়েছে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল।