বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বাংলাদেশের সিরিজ জয়
- আপডেট সময় : ০৭:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ১৬১৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ক্রিকেটে বাকি ছিল শুধু ইংল্যান্ড। এবার সেই ইংলিশ দুর্গও ভেদ করতে সক্ষম হলো সাকিব আল হাসানের দল। ঘরের মাঠে টানা দুই জয়ে ইংলিশদের সিরিজে হারানোর গৌরব এখন টাইগারদের।
মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ২য় টি টুয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো সাকিবরা। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতেই টাইগারদের চমকে দিয়ে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনে ইংলিশরা। প্রায় পাঁচ বছর পর কোনো টি-টোয়েন্টি ম্যাচের ওপেনিংয়ে নামেননি জস বাটলার। তার পরিবর্তে শুরুতে ব্যাটিংয়ে আসেন ডেভিড মালান। টাইগার স্পিনারদের ঘূর্ণিতে নির্ধারিত ২০ ওভার শেষে ১১৭ রানেই আটকে যায় ইংলিশরা। বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও হাসান মাহমুদ নেনে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে সাকিবের দল। ৪৭ বলে ৪৬ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত।