বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগীতে মশগুল মুসুল্লীরা
- আপডেট সময় : ০২:২৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ১৬২২ বার পড়া হয়েছে
দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগীতে মশগুল বিশ্ব ইজতেমায় অংশ নেয়া দেশি-বিদেশী মুসুল্লীরা। টঙ্গীর তুরাগ নদীর তীরে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয় আম বয়ানের মধ্য দিয়ে। কাল আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমা।
আগামীকাল সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরিচালনায় থাকবেন মাওলানা জুবায়ের।
শীত উপেক্ষা করে ময়দানে আছেন দেশ-বিদেশের লাখো মুসল্লি। ফজরের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক। সকাল ১০টায় আলেমদের উদ্দেশে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
এছাড়া বোবা ও বধিরদের জন্য বয়ান করেছেন ভারতের মাওলানা সানোয়ার এবং বিদেশি জামাতের উদ্দেশে ইংরেজি বয়ানে করেন পাকিস্তানের মাওলানা ইফতার জামান। চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ২০ জানুয়ারি।
এদিকে, কাল আখেরি মোনাজাতের দিনে যানজট ও জন ভোগান্তি কমাতে কয়েকটি সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
আজ মধ্যরাত থেকে গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর, কামারপাড়া থেকে আশুলিয়া ও টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল পর্যন্ত সব ধরণের পরিবহন চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।