বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ১৭৮০ বার পড়া হয়েছে
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। দাওয়াতি তাবলীগের মূলস্তম্ভ ৬ উসুল ও হেদায়েতি বয়ান করছেন শীর্ষ মুরুব্বিরা।
কাল সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা সংলগ্ন মহাসড়কে মধ্যরাত থেকে যানবাহন নিয়ন্ত্রিত থাকবে। টঙ্গির তুরাগ তীরে ইজতেমা ময়দান এখন কানায় কানায় পূর্ণ। দ্বিতীয় দিনে ইমান, আমল ও আখলাকের ওপর হেদায়েতি বয়ান করছেন তাবলীগ জামায়াতের মুরুব্বিরা। পাশাপাশি তাবলীগের ৬ উসুল কালেমা, নামাজ, এলেম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাহসিহে নিয়ত এবং দাওয়াত ও তাবলিগের বয়ান হচ্ছে। মুসুল্লিরা নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়ে বয়ান শুনছেন। এদিকে জিকিররত অবস্থায় অচেতন, হৃদরোগে আক্রান্ত এবং বার্ধক্যজনতি কারণে গত দুইদিন বিশ্ব ইজতেমায় আসা ৫ মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।