বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা
- আপডেট সময় : ০২:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মানুষের অংশগ্রহণে এতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সকাল ১০টায় শুরু হয় মোনাজাত। ২০ মিনিটের মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা মুহম্মদ জুবায়ের।এসময় আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে তুরাগ তীরসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। ময়দানের বাইরে রাস্তায়, ভবনের ছাদে এমনকি যানবাহনে বসেই মোনাজাতে অংশ নেন লাখো মানুষ।
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর রাত থেকেই টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানের দিকে লাখো মানুষের ঢল।
সড়কে যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই আশেপাশে এলাকা থেকে ছুটে আসেন মুসুলেরা।
আগে থেকেই এজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ থাকায় রাস্তায়, যে যেখানে জায়গা পেয়েছেন, সেখানেই বসে গেছেন মোনাজাতে অংশ নিতে।
সকাল দশটায় শুরু হয় প্রথম পর্বের আখেরি মোনাজাত। পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা মুহম্মদ জুবায়ের।
লাখো মুসল্লি দুই হাত তুলে ‘আমিন’, ‘আল্লাহুমা আমিন’ ধ্বনিতে প্রকম্পিত করে তোলেন পুরো টঙ্গীসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা।
মোনাজাতের সময় আল্লাহর সস্তুষ্টির আশায় কান্নায় ভেঙ্গ পড়েন মুসল্লিরা। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের। টঙ্গীর আকাশে-বাতাসে ধ্বনিত হতে থাকে লাখো কণ্ঠের কান্না।
নানা বয়স ও পেশার মানুষ, এমনকি নারীরাও ভিড় ঠেলে মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর দরবারে মনের আকুতি জানান। অনেকেই কেঁদে বুক ভাসান।
মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি দু’বছরে করোনা মহামারিতে প্রাণ হারানোদের জন্য বিশেষ দোয়া করবেন মুসল্লিরা।
চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে দেশ আর দেশের মানুষ যেন ভালো থাকে- সে ফরিয়াদ জানানোর কথাও জানান তারা।