বিশ্বে অনবরত কার্বন নি:সরনের ফলে গ্রিনল্যান্ড ও এ্যান্টার্কটিকায় জমে থাকা বরফ দ্রুত গলছে
- আপডেট সময় : ০১:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বিশ্বে অনবরত কার্বন নি:সরনের ফলে গ্রিনল্যান্ড ও এ্যান্টার্কটিকায় জমে থাকা বরফ দ্রুত গলছে। এতে করে পৃথিবীর ৮০ লক্ষ বর্গ কিলোমিটার পরিমাণ ভূমি সাগরের পানিতে তলিয়ে যাবে। যার মধ্যে বাংলাদেশের বড় একটি অংশ থাকবে। ইতিমধ্যে দেশের তাপমাত্রায় এসেছে ব্যাপক তারতম্য। তার প্রভাব পড়তে শুরু করেছে পরিবেশের উপর।
পরিবেশ দূষনের ফলে প্রতিনিয়ত বাড়ছে কার্বন ডাই অক্সাইড নি:সরনের পরিমাণ। এতে করে উত্তপ্ত হচ্ছে পৃথিবী। সেই সাথে বাড়ছে বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। দেখা দিচ্ছে তামপাত্রার বৈষম্যমূলক আচরণ। অপরিকল্পিতভাবে গড়ে উঠা শিল্পায়নের কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশের দূষণ। আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী গত মাসে রাজধানীসহ সারাদেশের তামমাত্রায় ছিল বিরাট তারতম্য।
জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যে পরিবেশের উপর পড়তে শুরু করেছে বলে জানান, এই আবহাওয়াবিদ। তিনি আরো বলেন, আবহাওয়ার বিরুপ প্রতিক্রিয়ায় ডেঙ্গু রোগের বিস্তারসহ মানুষের স্বাস্থ্যঝুঁকি হুমকির মুখে পড়ছে।
মারাত্মকহারে দূষণের কারণে পরিবেশ বিরুপ আচরণ করছে বলে জানান নদী ও পরিবেশ গবেষক ড.মমিনুল হক সরকার।ইতিমধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণে মত দিয়েছেন বিশ্বনেতারা। সেই উপলক্ষ্যে বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা।