বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র

- আপডেট সময় : ০৮:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার- রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেনসেশন- ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠানটি তাদের সেরাদের তালিকায় রাখেনি কিলিয়ান এমবাপ্পেকে।
ট্রান্সফার ফীর বিচারে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার আর দ্বিতীয় কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ট্রান্সফার ফীর বিচারে নয়, সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব নুসাটেলের ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ- মাঠের পারফরম্যান্সের বিচারে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। আর সেখানে এই মুহূর্তে সবচেয়ে দামি ফুটবলারের তকমা দেয়া হয়েছে রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে। ২১ বছর বয়সী এই ফুটবলারের বাজার-মূল্য ধরা হয়েছে ১৬৬ দশমিক ৪ মিলিয়ন ইউরো। দ্বিতীয় দামি ফুটবলার হয়েছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ স্ট্রাইকার ফিল ফোর্ডেন ১৫২ দশমিক ৬ মিলিয়ন ইউরো। আর তৃতীয় দামি ফুটবলার ধরা হয়েছে গোল মেশিন আরলিং হাল্যান্ডকে ডর্টমুন্ডকে– এই তারকার বাজার মূল্য ১৪২.৫ মিলিয়ন ইউরো। তবে পিএসজির সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ায় তালিকায় রাখা হয়নি কিলিয়ান এমবাপ্পেকে।