বিশ্বমানের আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ১৭২৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বমানের আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি দেশের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। সকালে রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় বীর পুনর্মিলনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুনাম অর্জন করেছে। সেনাবাহিনী যেখানে যাচ্ছে, সেখানেই আস্থা ও বিশ্বাস গড়ে তুলছে।
রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় বীর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী রেজিমেন্টের শহিদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ বীর গৌরবে পুষ্পস্তবক অর্পণ করে।
সম্মেলনে দেয়া বক্তব্য প্রধানমন্ত্রী বলেন, শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনী দেশের জন্য সুনাম বয়ে আনছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ। এজন্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।
সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।