বিশ্বজুড়ে সাংবাদিক কারাবন্দীর রেকর্ড হয়েছে এ বছর। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস-সিপিজে’র নতুন প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনটি সিপিজের ওয়েবসাইটে আজ প্রকাশ করা হয়েছে।
সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর আক্রমণ নিয়ে সিপিজের এই বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ২৯৩ সাংবাদিককে কারারুদ্ধ করা হয়েছে। সাংবাদিকতার কারণে এ বছর অন্তত ২৪ সাংবাদিক নিহত হয়েছেন। আরও ১৮ সাংবাদিকের মৃত্যুর কারণ নিয়ে রহস্য রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক এই প্রতিষ্ঠানটি বলছে, একেক দেশে একেক কারণে সাংবাদিকেদের কারা অন্তরীণ করা হয়েছে। তবে রেকর্ডসংখ্যক সাংবাদিক গ্রেপ্তার ও কারাবন্দী করার ঘটনা মূলত বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও স্বাধীন সাংবাদিকতার প্রতি ক্রমবর্ধমান অসহিষ্ণুতারই প্রতিফলন। এ বছর প্রথমবারের মতো চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে কারারুদ্ধ সাংবাদিকদের তালিকাভুক্ত করেছে সিপিজে।