বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত দুই লাখ ১৮ হাজার, মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে
- আপডেট সময় : ০৭:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিশ্বের অন্তত ১৭৩ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৯ হাজারের ছাড়িয়েছে।
আক্রান্ত সংখ্যায় চীনের পরই ইতালি, ইরান, স্পেন ও জার্মানি অবস্থান করছে। এদিকে আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৮২ হাজার ৮৮৯ জন। আক্রান্ত এক লাখ ১৫ হাজারের মধ্যে সংকটাপন্ন অবস্থায় আছেন ৬ হাজার ৪৩৭ জন। আক্রান্তদের মধ্যে চীনের অবস্থান এখনো সবার উপরে। দেশটিতে গত কয়েক সপ্তাহে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে এলেও এখন পর্যন্ত ৮০ হাজার ৮৯৪ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন হাজার ২৩৭ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ৬৯ হাজার ৬১৪ জন। চিকিৎসাধীন ৮ হাজার ৪৩ জনের মধ্যে সংকটাপন্ন ২ হাজার ৬২২ জন। চীনের পর ইতালি দাপিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাস। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৩৫ হাজার ৭১৩ জন। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ৪৭৫ জনের। সবমিলে মারা গেছে দুই হাজার ৯৭৮ জন। সেরে উঠেছেন তিন হাজারের কাছাকাছি। ২৬ হাজার ৬২ জন চিকিৎসাধীনের মধ্যে বিপজ্জনক অবস্থায় আছেন আরও দুই হাজার ৬০ জন। দেশটিতে আক্রান্তদের মধ্যে ৮ দশমিক ৩ শতাংশই স্বাস্থ্যকর্মী। ইরানে আক্রান্তের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ হাজার ৩৬১ জন। মৃতের সংখ্যা এক হাজার ২০০ ছুঁইছুঁই।