বড় জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শুরু করলো ব্রাজিল
- আপডেট সময় : ১২:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭২৭ বার পড়া হয়েছে
বড় জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শুরু করলো ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপে জায়গা পাওয়ার মিশনে নেইমারের জোড়া গোলে বলিভিয়াকে ৫-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। আরেক ম্যাচে চিলির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে উরুগুয়ে।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে এগিয়ে যেত পারতো ব্রাজিল। কিন্তু দুর্বল শটে পেনাল্টি মিস করেন নেইমার। তবে ম্যাচের ২৪ মিনিটে রদ্রিগোর গোলে লিড নেয় স্বাগতিকরা। পরে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বলিভিয়া। বিরতি থেকে ফিরে শুরুতে রাফিনিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে সেলেসাওরা। ৫৩ মিনিটে তৃতীয় গোল পায় ব্রাজিল। আবারও স্কোর শিটে নাম তোলেন রদ্রিগো। ৬১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পান ব্রাজিল তারকা নেইমার।
ম্যাচের ৭৮ মিনিটে ভিক্টর আবরেগো এক গোল শোধ দেন বলিভিয়ার হয়ে। তবে ম্যাচের অতিরিক্ত সময়ের তিন মিনিটে স্কোর শিটে আবার নাম তুলে ব্রাজিলের ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করেন নেইমার। ব্রাজিলের হয়ে এখন ৭৯ গোলের মালিক এই ফরোয়ার্ড। যার ফলে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন আল হিলালের এই ফরোয়ার্ড।