বিশ্বকাপের জমজমাট আয়োজন শুরুর মাত্র বাকি একদিন
- আপডেট সময় : ০৯:৫৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
বিশ্বকাপের জমজমাট আয়োজন শুরু হতে আর মাত্র বাকি একদিন। ২০ নভেম্বর পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফুটবল বিশ্বকাপ। আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হয়ে হবে একমাসের মহযজ্ঞ। উদ্বোধনী ম্যাচের আগে অনুষ্ঠিত হবে জমকালো অনুষ্ঠান। মাঠ মাতাতে দেশটিতে আসবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নামকরা সব শিল্পী।
রোববার মাঠে গড়াচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। চার বছর পর আবার ফুটবলের মিলনমেলা। এ মিলনমেলা চলবে এক মাস। ধারণা করা হচ্ছে, এবারের বিশ্বকাপের দিকে চোখ থাকবে প্রায় ৫০০ কোটি মানুষের। যা পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কাতার ও ইকুয়েডর। আল বায়েত স্টেডিয়ামে রাত ১০টায় শুরু হবে ম্যাচ। এরপর কাতারের আট স্টেডিয়ামে একে একে মাঠে নামবে অংশগ্রহণকারী বাকি ৩০ দল।
৩২ দলের এই লড়াইয়ে শেষ হাসিটা যারা হাসবে তারা চার বছরের রাজত্ব পেয়ে যাবে। পুরোনো কারো মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে নাকি নতুন কেউ হবেন রাজা, সময়ের কাছেই প্রশ্নটা তোলা থাক।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করবেন দক্ষিণ কোরিয়ায় বিখ্যাত ব্যান্ড বিটিএস-এর জানকুক। এছাড়া কলম্বিয়ার গায়িকা শাকিরা, ব্ল্যাক আয়েড পিস, রবি উইলিয়ামস এবং ভারতের নোরা ফাতেহি পারফর্ম করবেন এই উদ্বোধনী অনুষ্ঠানে।