বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া
- আপডেট সময় : ০২:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌছে গেল টপ ফেভারিট ব্রাজিল। গ্রুপ অফ সিক্সটিনের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সেলেসাওরা। কোয়ার্টার ফাইনলে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। শুক্রবার রাত ৯টায় সেমির মিশনে মাঠে নামবে দু-দল।
গ্রুপ পর্বে দুই ম্যাচে জয় পেলেও, জয়ের ব্যাবধান বড় করতে পারেনি ব্রাজিল। চোখে পড়েছিল ফিনিশিং ব্যার্থতাও। তবে নক আউট পর্বে এসেই জানান দিলের নিজেদের সামর্থের। কেন তারা শিরোপার দাবিদার দিলেন সে বার্তা।
গোল উতসবের ম্যাচে ব্রাজিল এগিয়ে যায় ষষ্ঠ মিনিটেই। রাফিনিয়ার দুর্দান্ত পাস থেকে ফাঁকায় বল পেয়ে সহজেই জালে জড়ান ভিনিসিয়াস জুনিয়ার।
৬ মিনিট পরেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। পেনাল্টি পায় ব্রাজিল। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুন করেন ইনজুরি থেকে ফেরা নেইমার জুনিয়র।
ম্যাচের ২৯ মিনিটে থিয়াগো সিলভার বাড়ানো বল এক পায়ে বল রিসিভ করে আরেক পায়ের শটে দারুন এক গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন রিচার্লিসন।
৭ মিনিট পর দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের আরো এক গোল। ভিনিসিয়াসের ক্রস আয়েত্বে নিয়ে ডি বক্সের বাইরে থেকে ডানপায়ে জোড়ালে শটে রক্ষণ ভাঙেন পাকুয়েটা।
পিছিয়ে পড়ে বিরতির পর আধিপত্যের সাথে খেলেছে দক্ষিণ কোরিয়া। গোলের সবথেকে বড় সুযোগটি পায় ম্যাচে ৬৭ মিনিটে। তবে গোলরক্ষক এলিসন বেকারের নৈপূন্যে রক্ষা পায় ব্রাজিল।
৭৬ মিনিটে ব্যবধান কমায় দক্ষিণ কোরিয়া। ফ্রি-কিক থেকে ফিরতে বলে জোরালো শটে ব্রাজিলের রক্ষন ভেদ করে বল জালে জড়ান সেউং হো পাইক।
ম্যাচের বাকি সময়ে গুটিকয়েক আক্রমন করলেও ব্রাজিলের রক্ষণ ভাঙ্গতে পারেনি দক্ষিণ কোরিয়া। ফলে ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।