বিশ্বকাপের একমাত্র ম্যাচে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
বিশ্বকাপের একমাত্র ম্যাচে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুতে ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়।
তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে পাকিস্তান। টুর্নামেন্ট ভাল শুরু করলেও, শেষ ম্যাচে ভারেতের বিপক্ষে ভরাডুবিতে ব্যাকফুটে পাক শিবির। এ ম্যাচে অজিদের বিপক্ষে ঘুরে দাড়াতেই মাঠে নামবে বাবর আজমের দল। তবে গুরুত্বপূর্ন ম্যাচের আগে দুঃসংবাদ পাক শিবিরে। ভাইরাস জ্বরে আক্রান্ত দলের একাধিক খেলোয়াড়। ফলে পরিবর্তন আসছে একাদশে। এদিকে টানা দুই হারে টুর্নামেন্ট শুরু করার পর শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয়ে কিছুটা স্বস্তি ফিরেছে অজি শিবিরে। পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখায় অজিদের মিশন। তবে টপ অর্ডারের ব্যার্থতা দলের দুশ্চিন্তার কারণ।