বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নিল ইমরান খানের দল ‘পিটিআই’
- আপডেট সময় : ০৫:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭০০ বার পড়া হয়েছে
শেষ পর্যন্ত বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, পিটিআই সমর্থিত নেতারা। কেন্দ্রীয় ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে বিরোধী দল হিসেবে যোগদানের জন্য দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন ইমরান খান। যে-সব রাজনৈতিক দল ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করেছিল তাদের সঙ্গে জোট গঠন করবে না বলেও জানান পিটিআই নেতা ব্যারিস্টার সাইফ।
এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগে আজ দেশজুড়ে বিক্ষোভ করবে ইমরান খানের দল । তাদের এই বিক্ষোভে অংশ নেবে জামায়াত-ই-ইসলামি । পিটিআই-এর এক প্রতিনিধি দল জেআই নেতাদের সঙ্গে দেখা করার পর এই ঘোষণা এসেছে। এই বৈঠকে ভোট ডাকাতির অভিযোগে দুই দলই একসঙ্গে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। অর্থাৎ শনিবার দেশজুড়ে পিটিআই-এর বিক্ষোভ কর্মসূচিতেও থাকবে জামায়াত। এদিন জামায়াত নেতাদের সঙ্গে দেখা করা পিটিআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার। বৈঠকের পর গণমাধ্যমকে তিনি জানান, উদ্ভূত পরিস্থিতির মধ্যে দুই দলের একটাই অ্যাজেন্ডা। আর তা হলো—‘ভোট ডাকাতির’ বিরুদ্ধে প্রতিবাদ করা।