বিরতি শেষে অভিনয়ে নমিরা আহমেদ
- আপডেট সময় : ০৫:০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
দীর্ঘদিনের বিরতি শেষে আবারও অভিনয়ে ফিরলেন ভিট তারকা তাশদিক নমিরা আহমেদ। সম্প্রতি তিনি মুরাদ পারভেজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘স্মৃতির আলপনা আঁকি’তে অভিনয় শুরু করেছেন। এই ধারাবাহিকে সীমানা চরিত্রে অভিনয় করছেন তিনি।
এ প্রসঙ্গে অভিনেত্রী নমিরা আহমেদ বলেন, ‘মুরাদ পারভেজ আমার পুরোনো ভাই বন্ধু। তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা চমৎকার। যে কারণে তার নির্দেশনায় কাজ করতে ভালো লাগে। আমি তার নির্দেশনায় এর আগে রেডিও জকি, তৃতীয় পুরুষসহ আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগেও একটি নতুন নাটকে অভিনয় করা হলো। তিনি ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। তো আমাদের পরিকল্পনা আছে আগামীতে আরও বেশকিছু কাজ এক সঙ্গে করার। স্মৃতির আলপনা আঁকিতে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আমি ভীষণ উপভোগ করছি।’
উল্লেখ্য, এর আগে মুরাদ পারভেজের পরিচালনায় নমিরা ধারাবাহিক নাটক ‘রেডিও জকি’তে অভিনয় করেছিলেন। নমিরার প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমির ‘ফু’।