বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবার মান উন্নয়ন ও করনীয় নিয়ে মদিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।
এসময় বক্তরা বাংলাদেশ বিমানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং প্রধান অতিথির বক্তব্যে জনাব শামসুল হুদা সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং সবাইকে বাংলাদেশ বিমানে যাতায়াত করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। আলহাজ্ব জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক আনিছুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার সামসুল হুদা, বিশেষ অতিথি ছিলেন, রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি এম ওয়াই আলাউদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।