বিভিন্ন ভবনে এডিস মশার লার্ভার ব্যাপক উপস্থিতি পেয়েছে ঢাকা উত্তর সিটি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
এডিস মশা নিয়ন্ত্রণে ১০ দিন ব্যাপী চিরুনি অভিযানের দ্বিতীয় দিনে গুলশান এলাকার বিভিন্ন ভবনে এডিস মশার লার্ভার ব্যাপক উপস্থিতি পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা।
এ সময় এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া সতর্ক করা হয় বাড়ি ও স্থাপনার মালিকদের। সকালে উত্তর সিটির ২১ নং ওয়ার্ডে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে উত্তর সিটির কর্মকর্তারা। এ সময় গুলশানের নাভানা টাওয়ারসহ এলাকার কয়েকটি ভবনের বেইজমেন্টে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি পান তারা। পরে ভবন মালিকদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।