বিভিন্ন দাবিতে নাটোর, ঝিনাইদহ ও সাতক্ষীরায় সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৬:৩৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
বিভিন্ন দাবিতে নাটোর, ঝিনাইদহ ও সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নাটোরে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য প্রাপ্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে অধিগ্রহণকৃত জমি মালিকরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় লিখিত বক্তব্যে তারা অভিযোগ করে, শহরের প্রধান সড়ক প্রশস্তকরণের জন্য ছায়াবাণী ট্রাফিক মোড় থেকে স্টেশন বাজার পর্যন্ত রাস্তার উভয়পাশের জমি অধিগ্রহণের জন্য স্থাবর সম্পত্তি অধিগ্রহণের নোটিশ দেয়া হয়। কিন্তু তাতে অধিগ্রহণকৃত জমির কোন মূল্য নির্ধারণ করা হয়নি। তাই তারা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে সঠিক মূল্য নির্ধারণের দাবি জানায়।
ঝিনাইদহের শৈলকুপায় এলজিইডি’র ট্রেনিং অফিসার মাসুদ রানার বিরুদ্ধে গ্রামীণ নারী কর্মীদের অর্থ আত্মসাৎ, ঘুষ দাবি ও অশালীন আচরণের অভিযোগে দুপুরে শৈলকুপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে শতাধিক নারী কর্মী। এসময় তারা সম্প্রতি এলজিইডি’র অধীনে আরইআরএমপি-৩ প্রকল্পের অধিনে শৈলকুপায় ১৪০ জন নারী কর্মীদের নিয়োগ দেয়া হয়। গত সপ্তাহে তাদের প্রত্যেকের বেতন থকে টাকা কেটে নেয়া হয়।
এদিকে, ভূমিদস্যু ভাইয়ের কবল থেকে পৈত্রিক সম্পত্তির সুষ্ঠু বন্টন এবং জীবনের নিরাপত্তার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাফররফ হোসেন মশু। দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।