বিভিন্ন জেলার বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ
- আপডেট সময় : ০৬:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে আবারো বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রভাব পড়েছে জনজীবন ও প্রকৃতিতে। বাড়ছে দুর্ভোগ।
রংপুরের তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়েছে। গুড়ি বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। পাশাপাশি হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঠান্ডার সঙ্গে কনকনে বাতাসে শীত যেন প্রবল হয়ে উঠেছে। দিনের বেলাতেও যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। রংপুর আবহাওয়া অফিস পূর্বাভাস দিচ্ছে, তাপমাত্রা আরও কমতে পারে। রংপুর মেডিকেলের বাড়ছে সব বয়সী রোগীর সংখ্যা।
কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গরম কাপড়ের অভাবে চরম শীত কষ্টে পড়েছে ছিন্নমূল, হতদরিদ্র ও শ্রমজীবীরা।
শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া অফিস জানায়, জেলার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানাচ্ছে, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। দেরি করে কাজে যেতে হচ্ছে।
তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনাজপুরে কমেনি শীতের তীব্রতা। প্রচন্ড ঠান্ডায় দূর্বিষহ ছিন্নমূল মানুষের। শীতের তীব্রতায় বিপাকে সব শ্রেণীপেশার মানুষ।