বিভিন্ন গেম কিংবা কমিক বইয়ের চরিত্রগুলো যদি বাস্তবে এসে ধরা দেয়, তবে কেমন হবে?
- আপডেট সময় : ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বিভিন্ন গেম কিংবা কমিক বইয়ের চরিত্রগুলো যদি বাস্তবে এসে ধরা দেয়, তবে কেমন হবে? হ্যা, এমনই এক ভিন্নধর্মী আয়োজন হয়ে গেলো রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে। পপ সংস্কৃতির অংশ হিসেবে এই কসপ্লে চরিত্রগুলো নিজেদের সাজিয়ে তোলেন জাপানী বিভিন্ন গেম এনিমে মুভি এবং কমিক বইয়ের চরিত্রে। ‘যেমন খুশি তেমন সাজো’র আদলে এই ইভেন্টে অংশ নেয় অনেক কসপ্লে শিশু-কিশোর।
জাপানি বিভিন্ন এনিমে মুভির চরিত্র বাংলাদেশের শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। অনেকটা শখের বসেই এসব চরিত্রগুলোর বাস্তব রুপ দিতে বাংলাদেশে গড়ে উঠেছে বেশকিছু কসপ্লে সংগঠন। নানা ধরণের সাজ পোশাকে বিভিন্ন বয়সী কিশোর এবং তরুণরা অংশ নেন এই কসপ্লে প্রতিযোগিতায়। ২০১২ সালে প্রথম এই কসপ্লে ধারণা নিয়ে কিছু তরুণ কাজ শুরু করলেও দিন গড়ানোর সাথে এর প্রতি বাড়ছে বিনোদনমূলক কসপ্লে’র সংখ্যা।
সখের বশে করলেও এসব আয়োজনের মধ্যদিয়ে শিশুরা প্রযুক্তির অধিক ব্যবহার এবং মাদক থেকে দুরে থাকার প্রয়াস পাবে বলে আশা আয়োজকদের। এনিমে এক্সপোতে হরেক রকম এনিমে সামগ্রী বিক্রি হয়। ছিলো কিশোর তরুনদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও।