বিভিন্ন কৌশলে বিএনপির কর্মসূচিতে বাধা দেয় সরকার : ফখরুল
- আপডেট সময় : ০৭:২৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের সমাবেশ করে আর বিভিন্ন কৌশলে বিএনপির কর্মসূচিতে বাধা দেয় বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপির লিয়াজোঁ কমিটি ও ১২ দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। যুগপৎভাবে রাজপথে গণ-অভ্যুত্থানের গড়ে তোলার ব্যাপারে বিএনপি ও ১২ দলীয় জোট একমত হয়েছে বলেও জানান মির্জা ফখরুল।
চলমান রাজনৈতিক কর্মসূচি আর সরকার বিরোধী আন্দোলনকে আরো বেগবান করতে জোটভুক্ত বিভিন্ন দল ও সমমনা দলের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।
দেড় ঘণ্টা ব্যাপী বৈঠকের পর সংবাদ সম্মেলনে ১২ দলীয় জোটের পক্ষে কথা বলেন জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার।
বৈঠকের সার্বিক চিত্র তুলে ধরেন বিএনপি মহাসচিব।
বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে ব ল অভিযোগ করেন তিনি।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সরকার পতন আন্দোলন ও খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপি ঘোষিত সকল যুগপৎ আন্দোলনের সাথে ১২ দলীয় জোট একাত্মতা ঘোষণা করেছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।