বিপিএলে ঢাকা টিমের অনুশীলন সময়ে হঠাৎ জরুরি অবতরণ করে একটি হেলিকপ্টার

- আপডেট সময় : ০৯:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫০০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকা টিমের অনুশীলন সময়ে হঠাৎ করে জরুরি অবতরণ করে একটি হেলিকপ্টার। এতে আতঙ্কিত হয়ে পড়ে ক্রিকেটাররা।
মাঠের পূর্ব প্রান্তে অনুমতি থাকলেও কপ্টারটি অবতরণ করে মাঠের পশ্চিম পাশে। সেখানে অনুশীলন করছিলেন মাশরাফি, মাহমুদউল্লাহসহ ঢাকা টিমের ক্রিকেটররা। প্রচণ্ড বাতাসে আতঙ্কিত হয়ে পড়েন তামিম ও আফগানিস্তানের আহমেদ সেজাদ। দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে চাইলে তাদের ওপর চওড়া হয় হেলিকপ্টারে থাকা এক ব্যক্তি। সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হচ্ছিলো। তবে তারা নির্ধারিত স্থানে অবতরণ না করায় ক্রিকেটাররা আতঙ্কিত হয়ে পড়ে বলে জানান সিজেকেএসের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম। হেলিকপ্টার জরুরি অবতরণের বিষয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু খেলোয়াড়দের বিষয়টি অবগত করা হয়নি।