বিপিএলের ম্যাচে মাঠে লড়ছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / ১৮১৩ বার পড়া হয়েছে
বিপিএলে দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। মিরপুরে টস হেরে ব্যাট করছে রংপুর। শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ তিন উইকেটে ৪১ রান।
সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ডমিনেটরসের প্রতিপক্ষ সিলেট। আসরে টানা জয়ে উড়ছে সিলেট স্ট্রাইকার্স। তিন ম্যাচে শতভাগ জয় মাশরাফির দলের। পয়েন্ট টেবিলের শীর্ষ দলও তারাই। এবার ঢাকাকে হারিয়ে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য সিলেটের। জবাব দিতে তৈরি ঢাকা, তারাও জিতেছে প্রথম ম্যাচে। আত্মবিশ্বাসকে সঙ্গী করেই সিলেটকে প্রথম হারের স্বাদ দিতে চায় তাসকিন-নাসির হোসেনরা। অন্যদিকে, প্রথম ম্যাচে বড় সংগ্রহ নিয়েও জেতেনি ফরচুন বরিশাল। রংপুরের বিপক্ষে তাই আক্ষেপ ঘোচানোর মিশন। ভুল থেকে শিক্ষা নিয়ে আসরে প্রথম জয়ের খোঁজে সাকিব আল হাসানের দল।