বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন ধৈর্য্য ধরার আহ্বান নসরুল হামিদের
- আপডেট সময় : ০৮:০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নির্বাচনের আগে সরকার বিদ্যুতের দাম বাড়াতে চায় না বলেও জানান তিনি। এখাতে অতিরিক্ত কর কমাতে মন্ত্রণালয় থেকে এনবিআরকে চিঠি দেয়া হয়েছে বলে জানান নসরুল হামিদ।
রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বিনিয়োগের চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে এনার্জি রিপোর্টার্স ফোরাম। সেমিনারে জ্বালানি সংকট দূর করতে নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দেয়ার পাশাপাশি নিজস্ব গ্যাস ব্যবহারের তাগিদ দেন বক্তারা ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কিছুদিন সময় লাগবে। সরকার নির্বাচনের আগে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে রাখতে চায় বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। জ্বালানি আমদানিতে অতিরিক্ত কর প্রত্যাহারে এনবিআরকে চিঠি দেওয়ার কথাও জানান নসরুল হামিদ বিপু।