বিদ্যুতের ৫৪ শতাংশই বেসরকারি খাত থেকে আসছে : সালমান এফ রহমান
- আপডেট সময় : ০৯:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
দেশে বিদ্যুতের ৫৪ শতাংশই বেসরকারি খাত থেকে আসছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে এই বিদ্যুত সরবরাহের কারণে। আর এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বেসরকারি খাতকে আরো শক্তিশালী করতে হবে। এফবিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা।
অ্যাচিভিং ভিশন ২০৪১ দ্যা রুল অব পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) শীর্ষক সেমিনারের আয়োজক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
রাজধানীর মতিঝিল এফবিসিসিআই অডিটোরিয়ামের এই অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, দেশে বেসরকারি খাতের বিভিন্ন উন্নয়নের কাজ এবং ২০৪১ সালে উন্নত দেশ গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা দরকার।
সরকারি-বেসরকারি খাত একসঙ্গে কাজ করার লক্ষ্যে ৫ হাজার প্রকল্প জমা আছে। এগুলো খতিয়ে দেখে কাজ শুরু করতে চায় সরকার, জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, দেশে বিদ্যুতের ৫৪ শতাংশই অবদান রাখছে বেসরকারি খাত।
চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় পিপিপি’র ওপর আরো গুরুত্ব দিয়ে প্রকল্প গ্রহণের পরামর্শ দেন সালমান এফ রহমান।