শুধু আওয়ামী লীগ নয়, বিদেশীদের সাথেও জালিয়াতি করছে বিএনপি : হাছান মাহমুদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১৮৫৫ বার পড়া হয়েছে
আগুন সন্ত্রাসীদের নির্মূলে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, বিএনপির দুস্কৃতিকারীদের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হতে হবে।
সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, কোন রাজনৈতিক কর্মসূচি ইন্টারনেটে উকি দেয়া হতে পারে না। সব অপরাধীর ব্যপারে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে। নিশ্চুপ থাকা সম্ভব নয়।
তাদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা আগুন সন্ত্রাসীর সাথে জড়িত শুধু তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তারা শুধু আওয়ামী লীগ নয়, বিদেশীদের সাথেও জালিয়াতি করছে বলেও জানান ড. হাছান মাহমুদ।