বিদেশীদের ওপর নির্ভর করে বিএনপি আন্দোলন করে না : ড. আব্দুল মঈন খান
- আপডেট সময় : ০৬:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
বিদেশীদের ওপর নির্ভর করে বিএনপি আন্দোলন করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিদেশীদের কথায় রাজনীতি করে। সকালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন, ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপি জনগণের মুক্তির জন্য আন্দোলন করছে। এই আন্দোলন অব্যাহত থাকবে।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় নেতাকর্মিদের সঙ্গ নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, সরকার জনগণের কথা ভাবেনা বলেই সব জিনিসের দাম দিন দিন বাড়িয়ে দিচ্ছে। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মঈন খান বলেন, পশ্চিমাদের মতো দেশে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। ক্ষমতার মোহ ত্যাগ করে সরকারকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানান ড. মঈন খান।