বিদেশি পর্যবেক্ষক দল আসলে স্বাগতম, না আসলেও সমস্যা নেই : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৬২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সাথে দেশের সম্পর্ক ভালো, দিনদিন আরো উন্নত হচ্ছে। একটা নীতি নিয়ে এত পুলকিত হবার কিছু নেই জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এই ভিসা নীতি।
সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আরো বলেন, যারা গণতন্ত্র উৎখাত করে, যাদের পার্লামেন্ট ভবনে আক্রমণ হয়–তাদের কাছে গণতন্ত্র শিখতে হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। হাছান মাহমুদ বলেন, নির্বাচন যথাসময়েই হবে, বিদেশি পর্যবেক্ষক দল আসলে স্বাগতম, না আসলেও সমস্যা নেই। দেশবিদেশে ষড়যন্ত্র হলেও শেখ হাসিনা সেই বেড়াজাল ছিন্ন করে, সেই রক্তচক্ষু উপেক্ষা করে এগিয়ে যাবেন বলে জানান তথ্যমন্ত্রী।