বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না বিএনপির : কাদের
- আপডেট সময় : ০৮:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সিলেট নয়, মানুষের ঢল দেখতে মির্জা ফখরুলকে গাজীপুর আসতে হবে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে গাজীপুরের রাজবাড়ি মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। বিএনপি খোয়াব দেখে ক্ষমতা পরিবর্তনের। এজন্য নির্বাচনের বিকল্প নেই। বিদেশিদের কাছে নালিশ করেও লাভ নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ঐতিহাসিক রাজবাড়ী মাঠের মূল ফটক খোলার সাথে সাথেই ব্যানার-ফেস্টুন নিয়ে ঢুকতে থাকে নেতা-কর্মীরা। আনন্দ-উল্লাসে জড়ো হন তারা।
বেলা বাড়ার সাথে সাথে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন।
দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহবান জানান, আওয়ামী লীগের কেন্দীয় নেতারা।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মানুষের ঢল দেখতে বিএনপিকে গাজীপুরে যেতে হবে।
ডিসেম্বরে রাজপথে বিএনপি’র সাথে খেলা হবে বলে আবারও ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে আজমত উল্যাহ খান ও সাধারন সম্পাদক পদে আতাউল্লাহ মন্ডলের নাম ঘোষনা করেন ওবায়দুল কাদের।