বিতর্ক এড়াতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দরকার : সিইসি
- আপডেট সময় : ০৫:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৯১ বার পড়া হয়েছে
প্রতিদ্বন্দ্বিতা না থাকলে নির্বাচন নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ইতিবাচক বোঝাপড়া না থাকলে প্রত্যাশিত মাত্রায় অংশগ্রহণ সম্ভব নয়।
ঈশ্বরদীতে এক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দন্দ্ব বিভেদ ভুলে সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়ে সিইসি বলেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে কাজ করছে কমিশন। তবে নির্বাচনের সব বিষয় কমিশনের নিয়ন্ত্রণে নেই বলে জানান তিনি। ইভিএমে ফল পরিবর্তন করা সম্ভব নয় বলে দাবি করে সিইসি বলেন, ইভিএম পরীক্ষা করে দেখা গেছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এলেও ফল পরিবর্তন সম্ভব নয়। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।