বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত শিগগির : স্বরাষ্ট্র উপদেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৩০ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শিগগির শুরু হবে।সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার চায় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।