বিটিভির মহাপরিচালকের পদত্যাগ দাবি
- আপডেট সময় : ০৭:৫৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি জানিয়েছে বাংলাদেশ বৈষম্য বিরোধী শিল্পী ও সাংস্কৃতিককর্মী অধিকার সংরক্ষণ পরিষদ। ১৩ আগস্ট বিটিভির রামপুরা ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা এই দাবি জানায়। সংগঠনের আহ্বায়ক সংগীত পরিচালক শেখ সাদি খান এই দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ও গীটারিস্ট পলাশ কুমার সউ, যুগ্ম আহ্বায়ক ও সংগীত পরিচালক শেখ জসিম, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ও চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।
বক্তারা দাবী জানায়, ২৪ ঘন্টার মধ্যে খুনি হাসিনার আস্থাভাজন, দুর্নীতিবাজ মহাপরিচালক জাহাঙ্গীর আলম ওরফে নূরুদ্দিন জাহাঙ্গীরের পদ ত্যাগ করতে হবে। দুর্নীতিবাজ জিএম এর পদত্যাগ করতে হবে। বিটিভির দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে।
বক্তারা আরো বলেন, দীর্ঘ দিন যাবত বিটিভির অনিয়ম ও দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও শেখ হাসিনার বিশ্বস্ত ডিজির হস্তক্ষেপে সব অনিয়ম ধরাছোয়ার বাহিরে ছিলো। এখন সে গুলির বিচার করতে হবে। বিটিভির তালিকাভুক্ত শিল্পীরা অভিযোগ করে বলেন ১০-২০ বছর তাদের কাজ না দিয়ে বিটিভিতে বৈষম্য সৃষ্টি হয়েছে, এসব দূর করতে হবে।
উল্লেখ্য বিটিভির ডিজি’র বিরুদ্ধে চিত্রনাট্য চুরিসহ চলচ্চিত্র অনুদানের অনিয়ম, জালিয়াতির অভিযোগ রয়েছে। জাহাঙ্গীর আলম ওরফে নূরুদ্দিন জাহাঙ্গীরের বিরুদ্ধে অবৈধ ভাবে বাংলা একাডেমি পুরস্কার হাতিয়ে নেয়ার অভিযোগ তুলে পুরস্কার বাতিলের অভিযোগ করা হয়েছিলো ৩০ জানুয়ারী ২০২৪, রাজধানীর শাহবাগে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে শিল্পকলা অভিমুখে র্যালী করে, শিল্পকলার অনিয়ম ও দূর্নীতি দূর করার দাবি জানানো হয়। শিল্পকলায় বক্তব্য রাখেন বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।