বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

- আপডেট সময় : ০২:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। সকাল থেকে মণ্ডপে চলে বিহিত পূজার আচার-অর্চনা। এরপর দর্পণ বিসর্জনের পর প্রতিমাগুলোকে বরণ করে নারীরা সিঁদুর খেলায় মেতে উঠেন সেখানে। এরপর শেষবারের পূজা শেষে বিসর্জন দেয়া হবে করোনার বিধিনিষেধে দুই বছর পর চলছে বিজয়া দশমীর আয়োজন। পাঁচ দিনব্যাপী শারদীয় এ উৎসবের শেষ দিনে সকাল থেকেই মণ্ডপগুলোতে ভিড় করেন ভক্তরা। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় পূজা কমিটির নেতাদের সন্তোষ।
দশমী মানেই আনন্দের মাঝে বিষাদের সুর……ষষ্ঠীর বোধন দিয়ে দেবিকে আবাহনের পর দশমীতে বিসর্জন।
পাঁচদিনের শারদীয় দূর্গা উৎসব শেষে প্রতিমা বিসর্জন। দশমীর সকাল থেকেই মন্ডবে মন্ডবে শুরু হয় বিদায়ের আনুষ্ঠানিকতা। দশমীবিহিত পূজা শেষে দেয়া হয় দর্পন বিসর্জন। বিদায় বেলায় আকুল অনুভূতির কথা জানান বক্তরা।
বিজয়া দশমীর অন্যতম আকর্ষন সিঁদুর খেলা। সাদা লাল শাড়িতে সব বয়সী নারীরা একে অপরকে সিদুঁর পরিয়ে বিদায় জানায় দেবী দূর্গাকে।
উৎসবকে ঘিরে রাজধানীসহ দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টি জানান হিন্দুধর্মীয় নেতারা।
সারাবিশ্বের মঙ্গল কামনায় দেবী দূর্গার কাছে প্রার্থনা জানান পুরোহিত।