বিচ্ছিন্ন সহিংসতায় ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা
- আপডেট সময় : ১২:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬২০ বার পড়া হয়েছে
বিচ্ছিন্ন সহিংসতায় ইউনিয়নে ইউনিয়নে ‘পদযাত্রা’ করেছে বিএনপি। সিরাজগঞ্জের পাকইপাড়া বাজারে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। ১৩টি মোটরসাইকেলে অগ্নি সংযোগ ও দোকানপাট ভাংচুর। ডুমুরিয়ায় কর্মসূচি পালনে বাধা দেয় পুলিশ। সারা দেশে দেড় কোটি প্রচারপত্র বিলি হয়েছে।
কর্মসূচি পালনের সময় সিরাজগঞ্জের পাকইপাড়া বাজারে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ১৩টি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করা হয়। ভাংচুর চলে দোকানপাটে।
পুলিশের বাধায় পন্ড হয়ে যায় খুলনার ডুমুরিয়া উপজেলার সদরে বিএনপি’র কর্মসূচি। সকাল সাড়ে এগারোটায় ডুমুরিয়ার পদযাত্রাটি কিছুদূর গেলে পুলিশ বাধা দেয়।
সরকার পতনে বিএনপির চলমান আন্দোলনে তৃণমুলের মানুষকে সম্পৃক্ত করতে চট্টগ্রামের প্রতিটি ইউনিয়নে পদযাত্রা করেছে বিএনপি। সকালে বোয়ালখালীর আহল্লা করলডাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসুচীর নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। এসময় সাধারণ মানুষের মাঝে সরকারের অপশাসন দু:শাসন আর দুর্নীতির চিত্র তুলে ধরে তৈরী করা লিফলেট বিতরণ করা হয়।
জামালপুরের মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নেও পদযাত্রা করে বিএনপি। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানকি বাজারে এসে শেষ হয়। পরে বক্তব্যে স্থানীয় নেতারা, সব আন্দোলনে দলীয় নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।
পদযাত্রা কর্মসূচিতে পটুয়াখালী ইউনিয়ন পর্যায়ে প্রাণচাঞ্চল্য দেখা গেছে তৃণমূল বিএনপিতে। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ দশ দফা দাবিতে গণ পদযাত্রায় নেতাকর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ দেখা গেছে।
এর মধ্যে বেশিরভাগ ইউনিয়নে জনবহুল এলাকা, বিশেষ করে গ্রামের হাটবাজারগুলোর ওপরে কর্মসূচি পালিত হচ্ছে। সরকারবিরোধী আন্দোলনে সারা দেশের গ্রামপর্যায়ের সাধারণ মানুষকে সম্পৃক্ত করাই দলের উদ্দেশ্য। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচি।