বিগত সরকারের দুর্নীতি ও অস্বচ্ছতায় টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জিত হয়নি : নাগরিক প্ল্যাটফর্ম
- আপডেট সময় : ০৯:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিগত সরকারের দূর্নীতি ও অস্বচ্ছতার জন্য এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে কাঙ্খিত সাফল্য আসেনি বলে মনে করে নাগরিক প্ল্যাটফর্ম। রাজধানীর একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এমন মত দেন বক্তারা। এনজিও প্রতিনিধিরা জানান, সরকারি ওয়েবসাইটের তথ্যের সঙ্গে বাস্তবের মিল নেই। আর সিপিডি সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, শুধু ঘোষণা নয়, এসডিজি বাস্তবায়নে রাখতে হবে জবাবদিহিতা।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জ, সফলতা, সীমাবদ্ধতা নিয়ে ২০২৫ সালের মধ্যে জাতিসংঘে ভিএনআর প্রতিবেদন উপস্থাপন করতে হবে। তবে, বিগত সরকার এসডিজির অগ্রগতির গত দুই প্রতিবেদনে সঠিক তথ্য দেয়নি।
রাজধানীর তেজগাঁওয়ে নাগরিক প্লাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে অগ্রগতির সূচকে বাংলাদেশ পিছিয়ে থাকার তথ্য উঠে আসে ।
বিগত সরকারের আমলে এসডিজি ১৭টি গোল অর্জনে সফলতা না আসার জন্য দূর্নীতি ও অস্বচ্ছতাকে দায়ী করেন বক্তারা।
সুষম কাঠামোতে অর্থায়ন নিশ্চিত করা না গেলে এসডিজি বাস্তবায়ন অসম্ভব বলেও মন্তব্য করেন রাশেদা কে চৌধুরী।
উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্পর্ক মূল্যায়ন করার সুযোগ এসেছে বলে জানান সিপিডি সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
অনুষ্ঠানে, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক বলেন, এসডিজি বাস্তবায়নে এনজিও এবং ব্যক্তিখাতে প্রতিবন্ধকতাগুলোকে ইতিবাচকভাবে দেখা হবে।