সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে ছাত্রদল নেতাসহ দু’জন নিহত
- আপডেট সময় : ১২:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় গাজীপুরের কালীগঞ্জে ৫ জন এবং ও হবিগঞ্জের চুনারুঘাটে মারা গেছেন ছাত্রদল নেতাসহ দু’জন।
গতকাল রাত ১১টার দিকে গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হন। আহত হয়েছেন দু’জন।
কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিক্সার চার যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় এক শিশুসহ তিনজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালককে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে..হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। গেলরাতে উপজেলার চন্ডিছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ সরকার এবং একই উপজেলার মোস্তাফিজুর রহমান। হাফিজ ও মোস্তাফিজুর মোটরসাইকেলে ঘুরতে বের হন। বাড়ি ফেরার পথে চন্ডিছড়ায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।