বিক্ষোভের কারণে ফ্লাইওভারে ২০ মিনিট আটকে থেকে অনুষ্ঠান বাতিল করলেন নরেন্দ্র মোদি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঞ্জাবে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বিক্ষোভের কারণে ফ্লাইওভারে ২০ মিনিট আটকে ছিলেন। পাঞ্জাবের হোসেনিওয়ালায় জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শনের কথা ছিল মোদির। এই ঘটনার পর ওই অনুষ্ঠান বাতিল করে ফিরে যান তিনি।
সকালে বাতিন্দা বিমানবন্দরে পৌঁছান তিনি। অনুষ্ঠানস্থলে হেলিকপ্টারেই যাওয়ার প্রস্তুতি ছিল তার। আবহাওয়া খারাপ থাকায় সড়কপথে অনুষ্ঠানস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেন মোদি। বিমানবন্দর থেকে সেখানে পৌঁছাতে ঘণ্টা দুয়েক সময় লাগে। পাঞ্জাব পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার নিশ্চয়তার নিয়েই তিনি সড়কপথেই যাত্রা শুরু করেন। স্মৃতিসৌধ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মোদির গাড়িবহর একটি ফ্লাইওভারে পৌঁছালে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে। বাধা পেয়ে বাধ্য হয়ে গাড়িবহর ঘুরিয়ে বাতিন্দা বিমানবন্দরে ফিরে আসেন তিনি।