বিকেলে গণভবন থেকে চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০২:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। স্মরণকালের দীর্ঘতম কর্মবিরতিতে প্রধানমন্ত্রীর আশ্বাসেই ধর্মঘট ভেঙ্গে গত ২৮ আগস্ট কাজে যোগ দেন শ্রমিকেরা।
শ্রমিকদের দাবি ছিলো তারা সরাসরি কথা বলেত চান প্রধানমন্ত্রীর সংগে। সেই দাবি পূরণে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, এ অনুষ্ঠান ঘিরে সিলেটে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠ ও আশপাশ এলাকায় গত দুইদিন ধরে পুলিশ ওই এলাকা কঠোর নজরদারিতে রেখেছে।
বিকেল ৪টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা-শ্রমিকদের সংগে কথা বলবেন প্রধানমন্ত্রী। শ্রমিক নেতাদের মধ্যে যারা কথা বলবেন, তাদের নামের তালিকা করেছে প্রশাসন।
চারটি জায়গায় শ্রমিকদের জন্য প্যান্ডেল তৈরি করে বসার ব্যবস্থা করা হয়েছে। রাখা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা।