দেশের মানুষ বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।
রংপুরে সার্কিট হাউসে এসে তিনি আরো বলেন, জাতীয় পার্টিতে কোন ভাঙ্গন নেই, দলকে শক্তিশালী করতেই কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি যাবে কিনা এবং কোনও জোটভুক্ত হবেন কিনা, সে সিদ্ধান্ত নেয়া হয়নি এখনও। সার্কিট হাউস থেকে পরে রংপুর পল্লী নিবাসে এরশাদের কবর জিয়ারত করেন জিএম কাদের। এ সময় রংপুর সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফাসহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চার দিনের সফরে রংপুর ও লালমনিরহাট গিয়েছেন জিএম কাদের।