বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের ৩০তম বর্ষে পর্দাপন

- আপডেট সময় : ০৮:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫২০ বার পড়া হয়েছে
৩০তম বর্ষে পর্দাপন করলো দেশের খ্যাতিমান প্রতিষ্টান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। এ উপলক্ষে রাজধানীর বনানী শেরাটন হোটেলে আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের। নানা আনুষ্ঠানিকতার আয়োজন করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে ৩০টি মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কেক কাটা হয়। এসময় বিএসবি’র সাফল্যের স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম কে বাশার। পাশাপাশি বিএসবি প্রতিষ্ঠানের তিন দশকের নানা কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে নতুন শতাব্দীর এডুকেশন লোগো উন্মোচন এবং ডিজিটাল এডুকেশনের কার্যক্রম নিয়ে বিশেষ উপস্থাপনা ছিল আকর্ষণীয়। পরে দেশী-বিদেশি ডেলিগেটদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বরেণ্য শিক্ষাবিদ, শিক্ষার্থী, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অবিভাবকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।