তারেকের নেতৃত্বে বিএনপি সন্ত্রাসী সংগঠনের রূপ ধারণ করেছে : ড. হাছান মাহমুদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
বিএনপির সাথে কোন আলোচনা হতে পারে না। তারেকের নেতৃত্বে তারা এখন আর রাজনৈতিক দল নেই, বরং সন্ত্রাসী সংগঠনের রূপ ধারণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ৭ম খন্ড’ বইয়ের মোড়ক উন্মোচন ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, যারা জানমালের হানী করে তারা চোর-ডাকাতের থেকেও খারাপ।
বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাসে মেতে উঠেছে বলেই ডেমরায় বাসে ঘুমন্ত একজনকে পুড়িয়ে মেরেছে। আওয়ামী লীগ উস্কানিতে পা না দিয়ে শান্তি সমাবেশ করেছে। বিদেশীদের বিবৃতি– সহিংসতার বিরুদ্ধে বলেও জানান ড. হাছান মাহমুদ।