বিএনপি রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেয়ার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
- / ১৬১৩ বার পড়া হয়েছে
বিএনপি রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেয়ার মতো গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিএনপিকে কানাডার ফেডারেল আদালত সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে উল্লেখ করে তিনি বলেন, দলটি এখন কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য প্রকাশ করে না। কর্মকাণ্ডে তারা এখন একটি সন্ত্রাসী দল। বিএনপিকে নিষিদ্ধ করা নয়, বর্তমান পরিস্থিতিতে জনগণের কাছে তাদের সন্ত্রাসের রাজনীতির ব্যাপারে ঘৃণার আগুন ছড়িয়ে দেয়া এবং আরও বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক করে তোলার জন্য প্রচার প্রচারণা চালাতে হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।