বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে নতুন ষড়যন্ত্র আঁটতে চায় বিএনপি। রোববার আলাদা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে রোববার বিকেলে সংসদ ভবন কার্যালয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি সবাইকে রাজপথে নামার আহবান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে। এ কারণেই জনগণ এখন আর তাদের বিশ্বাস করে না।
এসময় দেশের গণতন্ত্র নিয়ে বিএনপির সমালোচনারও জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি জনগণের জন্য নয়, তাদের রাজনীতি খালেদা জিয়ার সুখ-দুঃখ নিয়ে।
বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।