বিএনপি বাঙালি চেতনা ধারণ করতে পারে না, তাদের হৃদয়ে পাকিস্তানের চেতনা : কাদের
- আপডেট সময় : ০২:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
- / ১৫৯০ বার পড়া হয়েছে
বিএনপি এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, তারা বাঙালি সংস্কৃতি সহ্য করতে পারে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি বাঙালি চেতনা ধারণ করতে পারে না, তাদের হৃদয়ে পাকিস্তানের চেতনা। সকালে বাহাদুর শাহ পার্কে বাংলা নববর্ষের শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন রাজধানীর বাহাদুর শাহ পার্কে।
বাংলা নববর্ষের শোভাযাত্রা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ন সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম।
বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে আছে আওয়ামী লীগ সরকার।
বিএনপির হৃদয়ে পাকিস্তান, বাঙালির চেতনা নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।জঙ্গি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় বিএনপি জড়িত বলে মন্তব্য করেন তিনি।
পরে মঙ্গল শোভাযাত্রা বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।