বিএনপি পরাজয়ের আশংকায় নির্বাচনে যেতে ভয় পায় : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
বিএনপি পরাজয়ের ভয়ে নির্বাচনে যেতে ভয় পায়, তাই তারা পদযাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে নোয়াখালীর বসুরহাটে বঙ্গবন্ধু চত্বরে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, আন্দোলনে বিএনপি ব্যর্থ, নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণ তাদের সঙ্গে নেই।
সাধারণ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্কও নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাধারণ জনগণ রয়েছে। জনগণ যাদের সঙ্গে থাকবে তারাই সফল হবে।
আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারো জয়লাভ করবে বলে জানান ওবায়দুল কাদের। এর আগে তার নির্বাচনী আসনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
এসময় স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।