বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ রাজশাহী থেকে গ্রেফতার
- আপডেট সময় : ০১:৩৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়েছে।
সকালে দিকে রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া-কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ মে বিএনপির এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন আবু সাঈদ চাঁদ। এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা হলে তাকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। কিন্তু বেশ কয়েকদিন ধরেই আত্মগোপনে ছিলেন
চাঁদ।সকালে পালানোর সময় তাকে গ্রেফতার করে পুলিশ। পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে এক আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলায় বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান।